
বাংলার খবর প্রতিনিধি, লাখাই:
হবিগঞ্জের লাখাই উপজেলার বিভিন্ন বাজারের চা দোকানগুলো এখন আর কেবল আড্ডার জায়গা নয়, পরিণত হয়েছে মাদক, অনলাইন জুয়া এবং অপরাধের কেন্দ্রবিন্দুতে। বুল্লা বাজার, কালাউক বাজারসহ একাধিক স্থানে চা দোকানের আড়ালে চলছে অবৈধ কর্মকাণ্ড, যা এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, অনেক দোকানে বড় টেলিভিশন সেট বসিয়ে সিনেমা, অশ্লীল ভিডিও দেখানো হচ্ছে, যা স্থানীয় তরুণদের আকৃষ্ট করছে। এর সুযোগে ক্রেতাদের একাংশ মোবাইল ফোনে ‘লুডু গেম’ এর নামে অনলাইন জুয়ার জগতে প্রবেশ করছে। শুধু তাই নয়, এসব দোকানে ইয়াবা, গাঁজা সহ নানা মাদকদ্রব্যের সহজলভ্যতা তৈরি হয়েছে, যা চুপিচুপি কেনাবেচা ও সেবন করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এই অবৈধ চা দোকান-ভিত্তিক আড্ডা থেকে গড়ে উঠেছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। তারা রাতের বেলায় চুরি, ছিনতাইসহ নানা অপরাধ সংঘটিত করছে। এতে সামাজিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে।
বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বাদশা মিয়া বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা বাজার কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যাচ্ছি।”
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, “এই ধরনের অভিযোগ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বাজার কমিটির সঙ্গে কথা বলে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।”
সচেতন এলাকাবাসী ও সমাজকর্মীরা দ্রুত সময়ের মধ্যে এসব চা দোকানে চলা অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, এখনই কঠোর ব্যবস্থা না নিলে লাখাইয়ের তরুণ সমাজ ধ্বংসের দিকে ধাবিত হবে এবং সামাজিক নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে।