
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চৌমুহনী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের আয়োজনে চৌমুহনী স্পোর্টস মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। চৌমুহনী খুর্শিদ হাই স্কুল এন্ড কলেজ মাঠে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌমুহনী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।
চৌমুহনী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সভাপতি সাংবাদিক হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চৌমুহনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আ. আলীম মীর বাদল, সাবেক সাধারণ সম্পাদক ফরিদুর রহমান, ছায়েদুর রহমান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, ইউপি সদস্য আক্তার হোসেন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মন্টি, শাহীনুজ্জামান মাস্টার, পারভেজ আহমেদ, কৃষকদলের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শাহ এবং চৌমুহনী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন শাহ শিমুল।
এছাড়াও অনুষ্ঠানে নাকিব, নিশাত, শরীফ আকাশসহ এলাকার ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মঙ্গলপুর ক্রিকেট একাদশ ও মালঞ্চপুর ক্রিকেট একাদশ। টুর্নামেন্টের মাধ্যমে এলাকায় ক্রীড়াচর্চা ও তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
বাংলার খবর ডেস্ক : 





















