
বাংলার খবর ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে তফসিল ঘোষণার প্রস্তুতি শুরু হয়েছে। এ প্রেক্ষিতে মাধবপুর উপজেলাসহ দেশের সব এলাকায় সম্ভাব্য প্রার্থীদের ব্যবহৃত প্রচার সামগ্রী অপসারণে নির্বাচন কমিশন কঠোর নির্দেশনা জারি করেছে।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল, আলোকসজ্জা ও বিভিন্ন ধরনের নির্বাচনী ক্যাম্প থাকলে তা তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ উদ্যোগে অপসারণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রচার সামগ্রী অপসারণ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সতর্কতাও দেওয়া হয়েছে।
হবিগঞ্জ জেলা তথ্য অফিসের মাধ্যমে প্রচারিত এ নির্দেশনায় মাধবপুর উপজেলার সম্ভাব্য নির্বাচনী প্রার্থীদের দ্রুত প্রচার সামগ্রী ও স্থাপন করা সব কাঠামো সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্বাচনী আচরণবিধি অনুযায়ী পরিচালনা করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাংলার খবর ডেস্ক : 




















