
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বরুড়া এলাকার বুড্ডা বাজার থেকে ৮০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) গোলাম মোস্তুফা’র নেতৃত্বে পুলিশ ধর্মঘর–চৌমুহনী সড়কের বুড্ডা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াছিন মিয়া (২৫) নামের ওই যুবককে আটক করে। আটক ইয়াছিন মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামের রহমত আলীর ছেলে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ উল্ল্যাহ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
বাংলার খবর ডেস্ক : 






















