
দীর্ঘ ১৮ বছর নির্বাসিত জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত কর্মসূচির নাম দেওয়া হয়েছে— ‘আমার ভাবনায় বাংলাদেশ: জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা’।
রাজধানীর গুলশানে বিএনপির নতুন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচিটির ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন। তিনি জানান, এই রিল মেকিং প্রতিযোগিতা শুরু হয়েছে ১৬ ডিসেম্বর থেকে এবং চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহীদের ১ মিনিট দৈর্ঘ্যের একটি রিল তৈরি করতে হবে। নির্ধারিত ১১টি থিমের যেকোনো একটি বিষয়ে রিল তৈরি করে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম অথবা টিকটকে পোস্ট করা যাবে। অংশগ্রহণকারীদের রিলের ক্যাপশনে নির্ধারিত হ্যাশট্যাগের পাশাপাশি অবশ্যই ‘বাংলাদেশ ফাস্ট’ শব্দগুচ্ছ ব্যবহার করতে হবে।
রিল পোস্ট করার পর সংশ্লিষ্ট ভিডিও লিংক বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজের ‘আমার ভাবনায় বাংলাদেশ’ ইভেন্টে জমা দিতে হবে। রিলের কনটেন্ট হতে পারে একক বক্তব্য, স্যাটায়ার, গান, সংলাপ কিংবা অভিনয়ভিত্তিক ভিডিও।
প্রতিযোগিতার মূল্যায়ন পদ্ধতিতে ৩০ শতাংশ নম্বর নির্ধারিত থাকবে জনমতের ভিত্তিতে এবং বাকি ৭০ শতাংশ নম্বর প্রদান করবে জুরি বোর্ড। প্রতিযোগিতায় নির্বাচিত সেরা ১০ জন অংশগ্রহণকারী একটি বিশেষ অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন।
প্রতিযোগিতার থিমগুলো হলো— ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, আমি যেমন দেশ চাই, ক্রীড়া, ইমাম ও মুয়াজ্জিনের সম্মান, প্রবাসী এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, ড. জিয়াউদ্দিন হায়দার, ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য সায়মুন পারভেজ এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বাংলার খবর ডেস্ক : 
























