ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মোস্তাফিজকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে নিলো কলকাতা Logo তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা Logo মাধবপুরে স্পোর্টস মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন Logo ওরসের পবিত্রতা বনাম জুয়ার কালো থাবা — লাখাইয়ের শান্তির পথে কাঁটা Logo বানিয়াচং সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ Logo মাধবপুরে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ Logo মাধবপুরে ব্যানার–পোস্টার অপসারণ: পৌরশহর ও ১১ ইউনিয়নে ফিরছে পরিচ্ছন্নতা Logo ৪০ পিস ইয়াবাসহ লাখাইয়ে আটক ১: মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ Logo মাধবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির (৫৫ ব্যাটালিয়ন) টানা ২৪ ঘণ্টার চোরাচালানবিরোধী অভিযানে অভিনব কৌশলে পাচারকৃত বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ দুটি যানবাহন জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় বিজিবির একটি টহল দল একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে করে থামানোর সংকেত দেয়। তল্লাশিকালে ভ্যানে ভর্তি কাঠের গুঁড়ার বস্তা দেখে সন্দেহ হলে সব বস্তা নামানো হয়। পরে গাড়ির বডির ভেতরে অভিনব কায়দায় তৈরি গোপন কুঠুরি থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও শাল উদ্ধার করা হয়।

একই সময় পৃথক অভিযানে একটি বালুবাহী ট্রাক তল্লাশি করে বালির নিচে লুকানো অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস ও জিরা জব্দ করা হয়।

এছাড়া ব্যাটালিয়নের অধীনস্থ সিন্দুরখান ও বাল্লা বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী চোরাচালানপ্রবণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় পেঁয়াজ এবং ২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, দেশের সীমান্ত পাহারার পাশাপাশি বিজিবি নিরলসভাবে মাদক ও চোরাচালান প্রতিরোধে কাজ করে যাচ্ছে। চোরাচালানবিরোধী অভিযান শুধু অপরাধ দমনই নয়, দেশের অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও জানান, জব্দকৃত সব পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মোস্তাফিজকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে নিলো কলকাতা

error:

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

আপডেট সময় ১০:৫৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির (৫৫ ব্যাটালিয়ন) টানা ২৪ ঘণ্টার চোরাচালানবিরোধী অভিযানে অভিনব কৌশলে পাচারকৃত বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ দুটি যানবাহন জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় বিজিবির একটি টহল দল একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে করে থামানোর সংকেত দেয়। তল্লাশিকালে ভ্যানে ভর্তি কাঠের গুঁড়ার বস্তা দেখে সন্দেহ হলে সব বস্তা নামানো হয়। পরে গাড়ির বডির ভেতরে অভিনব কায়দায় তৈরি গোপন কুঠুরি থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও শাল উদ্ধার করা হয়।

একই সময় পৃথক অভিযানে একটি বালুবাহী ট্রাক তল্লাশি করে বালির নিচে লুকানো অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস ও জিরা জব্দ করা হয়।

এছাড়া ব্যাটালিয়নের অধীনস্থ সিন্দুরখান ও বাল্লা বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী চোরাচালানপ্রবণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় পেঁয়াজ এবং ২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, দেশের সীমান্ত পাহারার পাশাপাশি বিজিবি নিরলসভাবে মাদক ও চোরাচালান প্রতিরোধে কাজ করে যাচ্ছে। চোরাচালানবিরোধী অভিযান শুধু অপরাধ দমনই নয়, দেশের অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও জানান, জব্দকৃত সব পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।