
বাংলার খবর প্রতিনিধি, লাখাই:
হবিগঞ্জের লাখাই উপজেলার কামড়াপুর ব্রিজের কাছে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। হবিগঞ্জ থেকে লাখাইগামী একটি মালবোঝাই ভ্যানগাড়ি এবং বুল্লা থেকে হবিগঞ্জগামী একটি ইজিবাইকের (মিশুক) মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের তীব্রতায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ চারজন যাত্রী গুরুতর আহত হন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল ও বামৈই হাসপাতালে নিয়ে যান। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তাঁদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দুর্ঘটনার খবর পেয়ে লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক সাহা ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, দুর্ঘটনার শিকার ভ্যানগাড়ি ও ইজিবাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, “ঘটনাটি খুবই দুঃখজনক। আমাদের টিম দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।”
সাম্প্রতিক সময়ে লাখাই এলাকায় যানবাহনের চলাচল বৃদ্ধি পাওয়ায় সড়ক দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। স্থানীয়রা দ্রুত গতির যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সড়ক নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন।