
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের অভিযানে ডাকাত দলের সরদার ও ওয়ারেন্টভুক্ত আসামি মঈনুদ্দিন (৪০) গ্রেফতার হয়েছে। সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
গ্রেফতার মঈনুদ্দিন বামৈ গ্রামের বুইদ্ধা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে বামৈ মুক্তিযোদ্ধা জিয়া কলেজের পেছনে ডাকাতদের অবস্থানের খবর পেয়ে এএসআই আনোয়ারুল হক কনস্টেবল প্রণয়সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। তবে ধাওয়া দিয়ে বামৈ কাটিহারা এলাকা থেকে প্রধান আসামি মঈনুদ্দিনকে গ্রেফতার করা হয়।
এএসআই আনোয়ারুল হক বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টের আসামি মঈনুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।”
লাখাই থানার ওসি বন্দে আলী জানান, গ্রেফতারকৃত মঈনুদ্দিনের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।