
পারভেজ হাসান,লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের মনতৈল অংশ থেকে রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের মনতৈল মডেল কলেজের পাশের দক্ষিণ দিকের অংশ ভেঙে গেছে। সেখান থেকে রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তার দুই পাশে বিভিন্ন স্থানে অসংখ্য গর্ত তৈরি হয়েছে। নিচের মাটি সরে যাওয়ায় অনেক জায়গায় শুধু উপরের আস্তরটুকু অবশিষ্ট আছে, ফলে যান চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।
এলাকাবাসী জানিয়েছেন, এত কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আঞ্চলিক মহাসড়ক অল্প সময়েই এভাবে নষ্ট হওয়াটা নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলে। নিম্নমানের কাজের কারণেই রাস্তা দ্রুত ভেঙে যাচ্ছে এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।
তারা বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। বর্তমান অবস্থায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে।
স্থানীয়দের দাবি, রাস্তাটি দ্রুত মেরামত ও গর্তগুলো ভরাট করে চলাচল স্বাভাবিক করার জন্য সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। তারা মনে করেন, জনস্বার্থে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু করা অত্যন্ত জরুরি।
বাংলার খবর ডেস্ক : 
























