
আজ ০৭ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যায় হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলার ০৮ থানার অফিসার ইনচার্জ এবং ট্রাফিক পুলিশ পরিদর্শক (এডমিন)সহ মোট ০৯ জন পুলিশ পরিদর্শককে নিয়ে বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার।
সংবর্ধনা অনুষ্ঠানে জানানো হয়—বিদায়ী পুলিশ অফিসারগণ সৎ, দক্ষ, নিষ্ঠাবান এবং মেধাবী কর্মকর্তা হিসেবে হবিগঞ্জে দায়িত্ব পালন করার সময় সুনাম অর্জন করেছেন। তাঁদের কর্মদক্ষতা, সততা এবং পেশাদারিত্ব জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশিং ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
বিদায়ী কর্মকর্তাদের প্রতি জেলা পুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পুলিশ সুপার তাঁদের ভবিষ্যৎ কর্মস্থলে আরও সফলতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালনের শুভকামনা জানান।
বাংলার খবর ডেস্ক : 


























