ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন

হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সোমবার নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেন, জাতির বহুল প্রত্যাশিত নির্বাচনকে সামনে রেখে একটি উৎসবমুখর, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। প্রায় ১৭ বছর পর জনগণ উৎসবের আমেজে ভোট দেওয়ার সুযোগ পাবে—এমন পরিবেশ তৈরি করতেই পুলিশ কাজ করছে।

তফসিল ঘোষণার পর সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে পুলিশের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, “আমরা সম্পূর্ণ প্রস্তুত। তফসিল ঘোষণার পর কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য পুলিশের সর্বোচ্চ সতর্কতা থাকবে। কেউ সহিংসতা করতে চাইলে আমরা প্রতিরোধ করব।”

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক, শোয়েব চৌধুরী, একুশে টিভির জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল আলীম, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর জেলা প্রতিবেদক আশরাফুল ইসলাম কহিনুর, বাসস-এর জেলা প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, নিউজ টোয়েন্টিফোর-এর জেলা প্রতিনিধি শ্রীকান্ত গোপ, বাংলানিউজ টোয়েন্টিফোর-এর জেলা প্রতিনিধি বদরুল আলম, সাংবাদিক আজরুল হক মুরাদ, জুয়েল চৌধুরীসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম মুন্সী এবং ডিআইওয়ান মাহবুবুর রহমান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ
error:

হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন

আপডেট সময় ১০:০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সোমবার নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেন, জাতির বহুল প্রত্যাশিত নির্বাচনকে সামনে রেখে একটি উৎসবমুখর, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। প্রায় ১৭ বছর পর জনগণ উৎসবের আমেজে ভোট দেওয়ার সুযোগ পাবে—এমন পরিবেশ তৈরি করতেই পুলিশ কাজ করছে।

তফসিল ঘোষণার পর সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে পুলিশের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, “আমরা সম্পূর্ণ প্রস্তুত। তফসিল ঘোষণার পর কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য পুলিশের সর্বোচ্চ সতর্কতা থাকবে। কেউ সহিংসতা করতে চাইলে আমরা প্রতিরোধ করব।”

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক, শোয়েব চৌধুরী, একুশে টিভির জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল আলীম, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর জেলা প্রতিবেদক আশরাফুল ইসলাম কহিনুর, বাসস-এর জেলা প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, নিউজ টোয়েন্টিফোর-এর জেলা প্রতিনিধি শ্রীকান্ত গোপ, বাংলানিউজ টোয়েন্টিফোর-এর জেলা প্রতিনিধি বদরুল আলম, সাংবাদিক আজরুল হক মুরাদ, জুয়েল চৌধুরীসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম মুন্সী এবং ডিআইওয়ান মাহবুবুর রহমান।