
হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আজ সোমবার (০৮ ডিসেম্বর ২০২৫) নবাগত পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। দায়িত্ব গ্রহণের পর সাংবাদিক সমাজের সাথে এটিই ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়।
সভায় সাংবাদিকরা জেলার সামগ্রিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল শৃঙ্খলা, সামাজিক অপরাধ দমন, থানায় সেবা প্রাপ্তি, মাঠপর্যায়ের পুলিশি কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে সব বক্তব্য শোনেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিপিবদ্ধ করেন।
তিনি বলেন, “হবিগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিভাগের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ আমাদের কাজকে আরও গতিশীল করবে।”
সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি আরও জানান, জেলার আইন–শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে কমিউনিটি পুলিশিং জোরদার, আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশিং, দ্রুত অপরাধ দমন এবং জনগণের সাথে আস্থার সম্পর্ক বৃদ্ধি তাঁর অগ্রাধিকার হবে।
মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পত্রিকা, টেলিভিশন চ্যানেল ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলার খবর ডেস্ক : 


























