
সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া কমানোর ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, যাত্রীসেবা উন্নয়ন এবং বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় সিলেট-ঢাকা-সিলেট রুটে ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন ভাড়া কাঠামো অনুযায়ী সিলেট-ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২,০২৪ টাকা এবং ট্যাক্সসহ সর্বমোট ৩,১৯৯ টাকা। আর সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭,০২৪ টাকা, ট্যাক্সসহ যা হবে ৮,১৯৯ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যাত্রীদের আরামদায়ক ভ্রমণ, সময়নিষ্ঠ সেবা এবং বাজার বাস্তবতা বিবেচনায় ভবিষ্যতেও প্রয়োজনে ভাড়া সমন্বয় করা হবে। এ সিদ্ধান্ত যাত্রীদের আর্থিক চাপ কমাতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছে জেলা প্রশাসনের মিডিয়া সেল।
বাংলার খবর ডেস্ক : 
























