ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে বিএনপি মহাসচিবের বৈঠকে ছিলেন না মুক্তাদির ও হুমায়ুন

বাংলার খবর ডেস্কঃ

সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ছিলেন না দলটির দুই প্রভাবশালী নেতা খন্দকার আব্দুল মুক্তাদির ও হুমায়ুন কবির।

রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সিলেট বিভাগের ১৯টি আসনের ১২৯ জন মনোনয়নপ্রত্যাশী অংশ নেন। তবে অনুপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনের মনোনয়নপ্রত্যাশী খন্দকার আব্দুল মুক্তাদির এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বৈঠকে সিলেট-১ আসনের অপর মনোনয়নপ্রত্যাশী আরিফুল হক চৌধুরী ও সিলেট-২ আসনের অপর প্রার্থী তাহসীনা রুশদীর লুনা উপস্থিত ছিলেন।

খন্দকার মুক্তাদির দীর্ঘদিন ধরে সিলেট-১ আসনে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। ২০১৮ সালের নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে যুক্তরাজ্যপ্রবাসী হুমায়ুন কবির সম্প্রতি দেশে ফিরে সিলেট-২ আসনে সক্রিয়তা শুরু করেছিলেন।

তবে জানা গেছে, বর্তমানে খন্দকার মুক্তাদির যুক্তরাষ্ট্রে ও হুমায়ুন কবির যুক্তরাজ্যে অবস্থান করছেন। এ কারণে তারা বৈঠকে উপস্থিত থাকতে পারেননি।

হুমায়ুন কবির মিডিয়া সেলের এক পোস্টে জানানো হয়, দলীয় হাইকম্যান্ডের নির্দেশে সাংগঠনিক কাজে দেশের বাইরে অবস্থান করছেন হুমায়ুন কবির। সেখানে আরও উল্লেখ করা হয়, সিলেট-১ আসনের মুক্তাদিরও বর্তমানে বিদেশে আছেন এবং তিনিও বৈঠকে যোগ দিতে পারেননি।

পোস্টে বলা হয়, “হুমায়ুন কবির বিএনপির আন্তর্জাতিক অঙ্গনের কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন এবং তিনি দলের প্রতি অঙ্গীকারবদ্ধ। শিগগিরই দেশে ফিরে নির্বাচনী এলাকায় গণসংযোগে অংশ নেবেন।”

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাদের নিজ নিজ এলাকায় সংগঠন শক্তিশালী করার নির্দেশ দেন। তিনি সতর্ক করেন, প্রার্থীতার প্রচারণায় কোনো অভ্যন্তরীণ বিরোধ দেখা দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর দলীয় ব্যবস্থা নেওয়া হবে।

বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আরিফুল হক চৌধুরী জানান, বৈঠকে মনোনয়ন চূড়ান্তের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ
error:

সিলেটের মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে বিএনপি মহাসচিবের বৈঠকে ছিলেন না মুক্তাদির ও হুমায়ুন

আপডেট সময় ০৭:৪৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

বাংলার খবর ডেস্কঃ

সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ছিলেন না দলটির দুই প্রভাবশালী নেতা খন্দকার আব্দুল মুক্তাদির ও হুমায়ুন কবির।

রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সিলেট বিভাগের ১৯টি আসনের ১২৯ জন মনোনয়নপ্রত্যাশী অংশ নেন। তবে অনুপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনের মনোনয়নপ্রত্যাশী খন্দকার আব্দুল মুক্তাদির এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বৈঠকে সিলেট-১ আসনের অপর মনোনয়নপ্রত্যাশী আরিফুল হক চৌধুরী ও সিলেট-২ আসনের অপর প্রার্থী তাহসীনা রুশদীর লুনা উপস্থিত ছিলেন।

খন্দকার মুক্তাদির দীর্ঘদিন ধরে সিলেট-১ আসনে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। ২০১৮ সালের নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে যুক্তরাজ্যপ্রবাসী হুমায়ুন কবির সম্প্রতি দেশে ফিরে সিলেট-২ আসনে সক্রিয়তা শুরু করেছিলেন।

তবে জানা গেছে, বর্তমানে খন্দকার মুক্তাদির যুক্তরাষ্ট্রে ও হুমায়ুন কবির যুক্তরাজ্যে অবস্থান করছেন। এ কারণে তারা বৈঠকে উপস্থিত থাকতে পারেননি।

হুমায়ুন কবির মিডিয়া সেলের এক পোস্টে জানানো হয়, দলীয় হাইকম্যান্ডের নির্দেশে সাংগঠনিক কাজে দেশের বাইরে অবস্থান করছেন হুমায়ুন কবির। সেখানে আরও উল্লেখ করা হয়, সিলেট-১ আসনের মুক্তাদিরও বর্তমানে বিদেশে আছেন এবং তিনিও বৈঠকে যোগ দিতে পারেননি।

পোস্টে বলা হয়, “হুমায়ুন কবির বিএনপির আন্তর্জাতিক অঙ্গনের কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন এবং তিনি দলের প্রতি অঙ্গীকারবদ্ধ। শিগগিরই দেশে ফিরে নির্বাচনী এলাকায় গণসংযোগে অংশ নেবেন।”

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাদের নিজ নিজ এলাকায় সংগঠন শক্তিশালী করার নির্দেশ দেন। তিনি সতর্ক করেন, প্রার্থীতার প্রচারণায় কোনো অভ্যন্তরীণ বিরোধ দেখা দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর দলীয় ব্যবস্থা নেওয়া হবে।

বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আরিফুল হক চৌধুরী জানান, বৈঠকে মনোনয়ন চূড়ান্তের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।