
বাংলার খবর ডেস্ক
বরিশালের মুলাদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ছাত্র শিবিরের ২০ জন এবং ছাত্রদলের ৫ জন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মুলাদী সরকারি কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে শিবিরের ছয়জনকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শিবিরের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে একটি অনুষ্ঠানের প্রস্তুতি সভা চলছিল। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ স্লোগান দিয়ে সেখানে প্রবেশ করে। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
পুলিশ ও স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে হঠাৎ হামলায় ক্যাম্পাস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 
























