
**বাংলার খবর ডেস্ক:**
বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের প্রভাব পড়েছে কলকাতার নিউ মার্কেট এলাকার ‘মিনি বাংলাদেশ’-এ। এক সময়ের জমজমাট এই এলাকা এখন প্রায় জনশূন্য, ব্যবসায়ীরা পড়েছেন বড় ধরনের আর্থিক সংকটে। ধারণা করা হচ্ছে, গত এক বছরে এই অঞ্চলের ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ১ হাজার কোটি রুপি।
কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট ও মার্কুইস স্ট্রিট ঘেরা এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে বাংলাদেশি পর্যটকদের প্রিয় গন্তব্য ছিল। উন্নত চিকিৎসা, সাশ্রয়ী হোটেল ভাড়া ও খাবারের জন্য জনপ্রিয় এই এলাকায় প্রতিদিন প্রায় ৩ কোটি রুপির ব্যবসা হতো বলে জানিয়েছেন ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হায়দার আলি খান। তবে বর্তমানে তা নেমে এসেছে মাত্র ২০ শতাংশে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রেস্তোরাঁ, মানি এক্সচেঞ্জ, হোমস্টে এবং পর্যটননির্ভর অন্যান্য সেবা খাত। অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে, আর্থিক চাপের কারণে কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন। স্থানীয় বাসিন্দা ফারহান রাসুল বলেন, “করোনার পর গাড়ি কিনে ভাড়া দিতাম। এখন গাড়ি চালাতে পারছি না, কিস্তি পরিশোধে হিমশিম খাচ্ছি।”
বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এই এলাকার এমন পতন শুধু ব্যবসায়ী নয়, বহু সাধারণ কর্মজীবীকেও বিপদে ফেলেছে। ব্যবসায়ীরা আশা করছেন, পরিস্থিতির উন্নতি না হলে অনেকেই পেশা বদলাতে বাধ্য হবেন।