
বাংলার খবর ডেস্ক
সৌদি আরবের নাজরান শহরে দেহ ব্যবসার অভিযোগে **৫ জন পুরুষ ও ৭ জন নারীসহ মোট ১২ জন প্রবাসীকে গ্রেফতার** করেছে পুলিশ।
নাজরান পুলিশের বিশেষ টাস্ক ফোর্স, কমিউনিটি সিকিউরিটি বিভাগের সহযোগিতায় এবং মানবপাচার বিরোধী ইউনিটের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আটক সকলের বিরুদ্ধে **আইনি প্রক্রিয়া শুরু** হয়েছে এবং মামলাটি **পাবলিক প্রসিকিউশনে** হস্তান্তর করা হয়েছে।
নাজরান পুলিশ জানিয়েছে, এ ধরনের অপরাধ প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে এবং দেশের নিরাপত্তা ও সমাজের নৈতিক মূল্যবোধ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।