
বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ: চট্টগ্রাম থেকে ঢাকাগামী পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাহমুদপুর গ্রামের সন্তান মেজর মিসবাহ জাবেদ ও তাঁর পরিবার। দুর্ঘটনাটি ঘটে রোববার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে কুমিল্লা ক্যান্টনমেন্টের নিকট মিয়ামি রেস্টুরেন্টের সামনে।
জানা গেছে, মেজর মিসবাহ জাবেদ তাঁর নিজস্ব গাড়িতে পরিবারসহ ঢাকা যাচ্ছিলেন। এ সময় হঠাৎ সড়ক দুর্ঘটনায় তাঁর স্ত্রী চোখে গুরুতর আঘাত পান। মেজর জাবেদ নিজেও আঘাতপ্রাপ্ত হন। তাঁদের সঙ্গে থাকা পারিবারিক সহকারীও আহত হন।
দুর্ঘটনার পরপরই আহতদের দ্রুত কুমিল্লা সিএমএইচে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সবাইকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল রয়েছে। পরিবারটির দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন স্বজন ও স্থানীয়রা।