
বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে কাশিমনগর ফাঁড়ি পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) ভোররাতে পুলিশ পরিদর্শক গোলাম মোস্তুফার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন—সুলতানপুর গ্রামের বাবুল মিয়া (৪০), ব্রাহ্মণবাড়িয়ার ফারুক মিয়া (২৮), নরসিংদীর মো. কাউসার (৩০) ও কুড়িগ্রামের জহির মিয়া (২৪)।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বাবুল মিয়ার বাড়িতে মাদক ক্রয়-বিক্রয়ের জন্য কয়েকজন ব্যক্তি অবস্থান করছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। পরে বাবুল মিয়ার বসতঘর তল্লাশি করে দু’টি সাদা বস্তা উদ্ধার করে পুলিশ। এর মধ্যে দুইটি বস্তায় ছিল ৫০ কেজি গাঁজা।
পুলিশ জানায়, আটক বাবুল মিয়া ও জহির মিয়ার বিরুদ্ধে একাধিক মাদক মামলার রেকর্ড রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।