
বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর:বাংলা টিভির মাধবপুর প্রতিনিধি এবং বাংলার খবর-এর সম্পাদক সাংবাদিক হামিদুর রহমানের মা সুফিয়া খাতুনের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (৫ আগস্ট)।
২০২১ সালের এই দিনে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে যান।
এ উপলক্ষে আজ দুপুরে মরহুমার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
পরিবারের পক্ষ থেকে সকলকে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়ার অনুরোধ জানানো হয়েছে।