
বাংলার খবর প্রতিনিধি, বানিয়াচং (হবিগঞ্জ) হবিগঞ্জের বানিয়াচংয়ে ৯ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি এবং আওয়ামী লীগের নেতা আব্দুল মজিদ গ্রেফতারের পর হ্যান্ডকাপসহ পালিয়ে গেছেন। তিনি কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা গ্রামে তাকে গ্রেফতারের পর পুলিশের নৌকায় করে থানায় নেওয়ার সময় লোকজনের বাধার মুখে তিনি হ্যান্ডকাপসহ পালিয়ে যান। ঘটনার পর ওই এলাকা ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রভাস কুমার সিংহ জানান, আব্দুল মজিদ ৯ জন শহীদ হওয়ার ঘটনার মামলার আসামি। তাকে গ্রেফতারের সময় কিছু লোক প্রতিবন্ধকতা তৈরি করে, আর সেই সুযোগে সে নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। তাকে ধরতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।
জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে ৯ জন নিহত হন। সেই ঘটনায় দায়ের করা মামলায় আব্দুল মজিদ এজাহারভুক্ত আসামি। তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতারের পর থানায় নেওয়ার পথে পালিয়ে যাওয়ায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।