
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় চালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে উপজেলার ০২ নম্বর মোড়াকরি ইউনিয়নের উত্তর মোড়াকরি এলাকার তিতাস ব্রিক ফিল্ডের সামনে বামৈ–মোড়াকরি সড়কে।
নিহত ব্যক্তির নাম ছোয়াব মিয়া (৪৫)। তিনি লাখাই থানার পূর্ব মোড়াকরি গ্রামের মৃত নুর মিয়ার ছেলে। আহতরা হলেন সিএনজি চালক হাফিজুর রহমান (৩২), যাত্রী জুয়েল দাস (২১), পিপাস দাস (২২) ও বাসু দেব দাস (৩২)। আহত চারজনই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশা (হবিগঞ্জ-থ-১১-৯৫০৪) বুল্লা থেকে মোড়াকরির দিকে যাচ্ছিল। তিতাস ব্রিক ফিল্ডের সামনে পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে সিএনজিটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং গাড়িতে থাকা সবাই গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছোয়াব মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে চালক হাফিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে লাখাই থানার এসআই বিপুল চন্দ্র দেবনাথ ও বিট অফিসার এসআই প্রণয় কুমার সরকার ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত সিএনজিটি উদ্ধার করেন।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। অভিযোগ পাওয়া গেলে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলার খবর ডেস্ক : 

























