
মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে জন্মদাতা পিতার বিরুদ্ধে প্রতিবন্ধি কন্যাকে ধর্ষনের অভিযোগে ওঠেছে।
এ ঘটনায় ধর্ষিতার মামা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার জগদীশপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের শেখ মোঃ বুলুর ছেলে শেখ জামাল আহমেদ আলম তার নিজ কন্যাকে ধর্ষণ করেছে।
দীর্ষ ২ মাসের অধিক সময় ধরে ইচ্ছার বিরুদ্ধে কিশোরী কন্যাকে ধর্ষণ করে যাচ্ছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ধর্ষক শেখ জামাল হোসেন আলম দীর্ষ ২৩ বছর পূর্বে গাজীপুর জেলার তালতলী গ্রামের আবু তাহেরের কন্যা নার্গিস আক্তারের সাথে বিবাহ হয়। দীর্ঘ দাম্পত্য জীবনে আলম ও নার্গিসের সংসারে দুটি কন্যা সন্তানের জন্ম হয়। দুই সন্তানের মধ্যে আলমের দ্বারা ধর্ষনের শিকার কিশোরী তাদের সংসারের ছোট মেয়ে।
জন্ম থেকেই ভিকটিম কিশোরী বাক প্রতিবন্ধি।
গত বছরের ১০ নভেম্বর ভিকটিমকে আলমের বাড়ীতে রেখে তার স্ত্রী নার্গিসকে গাজীপুর পাঠিয়ে দেয়।
এই সুযোগে গত বছরের ১৫ নভেম্বর থেকে চলতি বছরের ১৬ জানুয়ারি পর্যন্ত একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। গতকাল ১৮ জানুয়ারি রোববার ভিকটিমের মামা ববু সাদির বাদী হয়ে আলমকে আসামী করে মামলা দায়ের করে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই তৌহিদুল ইসলাম বলেন,আসামী ধরতে অভিযান অব্যাহত আছে।
মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত) গোলাম মোস্তুুফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে দ্রুতই গ্রেপ্তার করতে পুলিশ অভিযান পরিচালনা করছে।
বাংলার খবর ডেস্ক : 




















