
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এ আন্দিউড়া ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. বসু মিয়া (৪৪) কে গ্রেফতার করা হয়েছে।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানায়, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা গ্রামের নিজ বাড়ি থেকে ভোররাতে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত মো. বসু মিয়া ওই গ্রামের আলফু মিয়ার ছেলে এবং আন্দিউড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য।
থানা সূত্রে জানা যায়, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোর্শেদ খানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
এ বিষয়ে মাধবপুর থানার ওসি মাহাবুব মোর্শেদ খান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রজনতার ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি মো. বসু মিয়া।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 



















