
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
বিএনপি গণমানুষের দল—এ কথা উল্লেখ করে হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে এগিয়ে নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর নেতৃত্বে দেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি একটি শক্তিশালী ও জনপ্রিয় সংগঠনে পরিণত হয়। আজ বিএনপি শৃঙ্খলাবদ্ধভাবে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে গণমানুষের আস্থা অর্জন করেছে।
মঙ্গলবার বিকেলে মাধবপুর উপজেলা যুবদলের আয়োজনে এক মতবিনিময় ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে তরুণ সমাজকে কার্যকর ভূমিকা রাখতে হবে। নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক ও উৎসবমুখর করতে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে মাঠে থেকে সক্রিয়ভাবে কাজ করতে হবে।
সৈয়দ মোঃ ফয়সল আরও বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে যে ৩১ দফা পরিকল্পনা দিয়েছেন, তা বাস্তবায়নে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়েই একটি উন্নত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
তিনি জানান, আগামী ২২ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট সফরে আসছেন। এই রাজনৈতিক সফরকে সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন। তারেক রহমানের এই সফর দেশের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সভায় উপজেলা যুবদল আহ্বায়ক এনায়েত উল্লাহ সভাপতিত্ব করেন। যুবদলের সদস্য সচিব কবির খান চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মোঃ শাহজাহান, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ, উপজেলা বিএনপির সহসভাপতি পারভেজ হোসেন চৌধুরী, যুবদল নেতা হাজী আনিছুর রহমান ও সাদেক মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাংলার খবর ডেস্ক : 




















