
নিরাপত্তা সংকট ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশজুড়ে নিজের সব ওয়াজ ও তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন ইসলামী বক্তা মুফতি আমির হামজা। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে মুফতি আমির হামজা লেখেন, নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন প্রান্তে তার ওয়াজ ও তাফসির মাহফিলের সকল সিডিউল স্থগিত করা হয়েছে। এমন কঠিন সিদ্ধান্তের জন্য তিনি আয়োজক কমিটিগুলোর কাছে দুঃখ প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।
তিনি এর আগে আরেকটি পোস্টে জানান, বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং তিনি মৃত্যুর জন্য প্রস্তুত রয়েছেন। একই সঙ্গে তিনি পরিবারের সদস্যদের, বিশেষ করে তার তিন কন্যা সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সমর্থকদের প্রতি দায়িত্বশীল থাকার আহ্বান জানান।
প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মুফতি আমির হামজা। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে খুলনা ও কুষ্টিয়ায় মানহানির মামলাও দায়ের হয়েছে।
পরে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে মুফতি আমির হামজা জানান, আলোচিত বক্তব্যটি সাম্প্রতিক নয় বরং ২০২৩ সালের। ওই বক্তব্য অনাকাঙ্ক্ষিত ছিল উল্লেখ করে তিনি পুনরায় দুঃখ প্রকাশ করেন এবং বিষয়টি নিয়ে অনুতপ্ত থাকার কথা জানান।
বাংলার খবর ডেস্ক : 























