
**বাংলার খবর প্রতিনিধি, লাখাই, হবিগঞ্জ:**
লাখাই উপজেলায় বিদ্যুৎ বিভ্রাট এখন যেন নিত্যদিনের ঘটনা। দিনের বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকে না, আবার এলেও তা স্থায়ী হয় না। “এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে দুই ঘণ্টা থাকে না”—এমন লুকোচুরি পরিস্থিতিতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এর ফলে লাখাইয়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
বিশেষ করে সন্ধ্যার সময় বিদ্যুৎ না থাকায় ছাত্রছাত্রীরা ঠিকভাবে পড়াশোনা করতে পারছে না। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের শিক্ষাজীবন। অনেক পরিবার জানায়, বিদ্যুৎ না থাকায় ঘরে প্রচণ্ড গরমে ছোট শিশুদের জ্বর ও ঠান্ডাজনিত সমস্যাও দেখা দিচ্ছে। শিশু ও বৃদ্ধদের জন্য এ পরিস্থিতি হয়ে উঠেছে সহনীয়তার বাইরে।
স্থানীয় বাসিন্দারা জানান, পুরো লাখাই জুড়ে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ব্যবসায়িক কর্মকাণ্ডও স্থবির হয়ে পড়ছে। দিনের বেলায় কাজের গতি কমে যাচ্ছে এবং রাতে অন্ধকারে থাকে পুরো গ্রাম।
এ বিষয়ে উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম সুমন সাহা বলেন, “শুধু লাখাই নয়, বিদ্যুৎ ঘাটতির কারণে সারাদেশেই এই ধরনের সমস্যা চলছে। দিনে এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে পরের ঘণ্টায় থাকবে না—এইভাবে চলবে।” তবে তার এই বক্তব্যে স্থানীয়দের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে।
লাখাইয়ের মানুষ দাবি করেছে, অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে, নইলে জনদুর্ভোগ আরও বাড়বে।