
আবু জাহের, মালদ্বীপ প্রতিনিধি:
মালদ্বীপে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও স্বনির্ভর বাংলার রূপকার বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মালদ্বীপের রাজধানী মালের একটি স্থানীয় রেস্টুরেন্টে বিএনপি মালদ্বীপ শাখার উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান।
সহ-সভাপতি এমরান হোসেন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন দলের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলতাফ হোসেন, মো. ফারুক, আলমগীর মজুমদার, মো. মোক্তার হোসেন, যুগ্ম সম্পাদক রবিউল আলম, মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহজী, দপ্তর সম্পাদক ওমর ফারুক খোন্দকার, স্বেচ্ছাসেবক দলের মালদ্বীপ শাখার যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান ও অষ্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক জামাল খানসহ আরও নেতাকর্মীরা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ খলিলুর রহমান বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি ছিলেন স্বাধীনতা ও গণতন্ত্রের এক অনন্য প্রতীক। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে দেশে ও প্রবাসে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরে জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে জন্মদিনের কেক কাটা হয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে মালদ্বীপ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বাংলার খবর ডেস্ক : 

























