
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পানিতে ডুবে ফাহাদ মিয়া (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
উপজেলার আদাঐর ইউনিয়নের হালুয়া পাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাহাদ ওই গ্রামের শাহিন মিয়ার ছেলে।
পারিবারিক সূত্র জানায়, বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত একটি ডোবার পানিতে পড়ে যায় ফাহাদ। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আদাঐর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর খুর্শেদ আলম জানান, এটি অত্যন্ত দুঃখজনক একটি দুর্ঘটনা। তিনি শিশুটির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শিশুটির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাংলার খবর ডেস্ক : 



















