
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় একটি পাগলা কুকুরের কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার সকালে বামৈ, কাটিহারা, কালাউক বাজারসহ বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে। হঠাৎ করেই কুকুরটি পথচারী ও দোকানে থাকা মানুষদের ওপর একের পর এক হামলা চালাতে থাকে, এতে কয়েক ঘণ্টা আতঙ্কে ছিলেন স্থানীয়রা।
সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরটির বেপরোয়া আক্রমণে বিভিন্ন বয়সী নারী–পুরুষ ও শিশু আহত হন। পরে স্থানীয়রা সম্মিলিতভাবে ধাওয়া করে বামৈ পশ্চিম গ্রাম এলাকায় কুকুরটিকে হত্যার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে।
আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জনকে চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইদুল ইসলাম শাকিল জানান, সব আহত ব্যক্তিকে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত ভ্যাকসিন মজুত আছে।
আহতদের মধ্যে রয়েছেন—
নাজিল মিয়া (৫০), মহিনুল (৮), সাগর সরকার (২৩), শেফালী সরকার (২২), তামিম চৌধুরী (৭), হাবিবুর রহমান (৫৫), মারিয়া আক্তার (১৫), মাহিনুর (৮), মারজুল (৭)।
বাকি আহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী মেহেদি হাসান সুমন জানান, তাঁর দোকানের কর্মচারী কুকুরটির কামড়ে আহত হয়েছেন।
ভাদিকারা গ্রামের উবাইদুল ইসলাম টেনু বলেন, তাদের গ্রামেও একজন আহত হয়েছেন।
স্থানীয় যুবক সোহান জানান, তাঁর ভাতিজা স্কুলে যাওয়ার সময় কুকুরটির কামড়ে আহত হয়।
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার অজিত চন্দ্র দেবনাথ ও প্রধান সহকারী সুজিত চন্দ্র পাল জানান, হাসপাতালের গেটেই কুকুরটি তাঁদেরও ওপর হামলার চেষ্টা করেছিল, তবে অল্পের জন্য রক্ষা পান তারা।
বাংলার খবর ডেস্ক : 


























