
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হজরত শাহজালাল (রহ.)–এর অন্যতম সফরসঙ্গী মুরুব্বি হযরত শাহ সোলেমান ফতেহগাজী (রহ.) বাগদাদীর তিন দিনব্যাপী বাৎসরিক ওরস কাল রোববার থেকে শুরু হয়েছে। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজীবাজারে অবস্থিত তাঁর মাজার প্রাঙ্গণে আয়োজিত এ ওরসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ভক্ত আশেকান অংশ নিচ্ছেন।
ওরসকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকা আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। ইতোমধ্যে শত শত অস্থায়ী দোকানপাট বসেছে, যেখানে ধর্মীয় সামগ্রী, মিষ্টান্ন, কাপড় ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি হচ্ছে।
মাজারের খাদেম খিরাজ শাহ জানান, দেশের বিভিন্ন জেলা থেকে ভক্ত আশেকান মানত ও নিয়ত নিয়ে ওরসে অংশগ্রহণ করছেন। ওরস উপলক্ষে রাতব্যাপী মিলাদ মাহফিল, জিকির, মারিফতি ও মুর্শিদি গানের আয়োজন করা হয়েছে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরসের সমাপ্তি ঘটবে।
এলাকার বাসিন্দা ও মাধবপুর প্রেস ক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ওরস উপলক্ষে আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিটি ঘরে ঘরে অতিথির সমাগম ঘটে। ওরসকে কেন্দ্র করে ফার্নিচার, মিষ্টি ও কাপড়ের দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে জমে উঠেছে বেচাকেনা।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মোরশেদ খান জানান, ওরস উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের একাধিক টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।
বাংলার খবর ডেস্ক : 





















