
পারভেজ হাসান
লাখাই উপজেলা প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় নিখিল দাস (৫০) এক ব্যক্তি নিহত এবং তার স্ত্রীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে লাখাই উপজেলার মনতৈল এবং কামরাপুরের মাঝামাঝি রাস্তায় একটি ধান বোঝাই ট্রাক্টর ট্রলি ও টমটমের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
আহতরা হলেন নিহতের স্ত্রী দীপিকা রানী দাস (৪০), উর্মিলা রানী দাস (৪০), এবং উদয় ঘোষ (১৬)। নিহত ও আহত সকলেই লাখাই উপজেলার পূর্ব-বুল্লা গ্রামের দাসপাড়ার বাসিন্দা।
আহতদের দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ধান বোঝাই ট্রাক্টর ট্রলিটি ভুল দিকে (রং সাইডে) গিয়ে টমটমটিকে সজোরে ধাক্কা মারে, যার ফলে ট্রাক্টরের সামনের চাকা খুলে ঘটনাস্থল থেকে ছিটকে যায়। দুর্ঘটনার পরপরই ট্রাক্টরটির চালক পালিয়ে যায়।
ঘটনাস্থলে পরিদর্শন করে দেখা যায়, জব্দকৃত ট্রাক্টর ট্রলিটি ছিল ফিটনেসবিহীন এবং মারাত্মক ত্রুটিপূর্ণ—বিশেষ করে এর চাকা ও ইঞ্জিনসহ বডি ছিল জরাজীর্ণ। এই ধরনের ঝুঁকিপূর্ণ গাড়ি সড়কে চলায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং এই ফিটনেসবিহীন গাড়িগুলোর চলাচল নিয়ে প্রশ্ন তুলেছেন।
লাখাই থানা ওসি বন্দে আলী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, লাশের সুরতহাল রিপোর্ট (আরটিএ) করার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানানো হয়েছে। আরটিএ সম্পন্ন হলে নিহত নিখিল দাসের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং উভয় গাড়ি থানায় জব্দ করা হবে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে তা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
বাংলার খবর ডেস্ক : 


























