ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদি গুলিবিদ্ধ, সিআইডির হাতে মিললো গুরুত্বপূর্ণ আলামত

ওসমান হাদি গুলিবিদ্ধ, সিআইডির হাতে মিললো গুরুত্বপূর্ণ আলামত

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নতুন তথ্য মিলেছে। শুক্রবার জুমার নামাজের পর বিজয়নগর এলাকায় অজ্ঞাত দুষ্কৃতকারীর গুলিতে আহত হন তিনি।

ঘটনার পরপরই পুলিশ ও সিআইডি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। তল্লাশি চালিয়ে হাদির গুলিবিদ্ধ হওয়ার স্থানের পাশ থেকে ২টি গুলির খোসা উদ্ধার করে সিআইডি। এগুলো গুরুত্বপূর্ণ আলামত হিসেবে জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

তদন্ত কর্মকর্তারা জানান, উদ্ধার করা খোসা পরীক্ষা করে অস্ত্রের ধরন ও গুলির উৎস শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, হাদির মস্তিষ্কে গুলি লেগেছে এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অস্ত্রোপচার চলছে।

হাদির সঙ্গে থাকা মিসবাহ জানান, জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট এলাকার কাছে রিকশায় যাওয়ার সময় দুইজন মোটরসাইকেলে এসে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তাকে রিকশায় করেই হাসপাতালে আনা হয়।

গত ১৪ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে শরিফ ওসমান হাদি দাবি করেছিলেন, তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেয়া হচ্ছে এবং বিদেশি নম্বর থেকে বারবার কল ও মেসেজের মাধ্যমে নজরদারিতে রাখা হচ্ছে। ঘটনার পর হাসপাতালে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ
error:

ওসমান হাদি গুলিবিদ্ধ, সিআইডির হাতে মিললো গুরুত্বপূর্ণ আলামত

আপডেট সময় ০৬:৪০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নতুন তথ্য মিলেছে। শুক্রবার জুমার নামাজের পর বিজয়নগর এলাকায় অজ্ঞাত দুষ্কৃতকারীর গুলিতে আহত হন তিনি।

ঘটনার পরপরই পুলিশ ও সিআইডি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। তল্লাশি চালিয়ে হাদির গুলিবিদ্ধ হওয়ার স্থানের পাশ থেকে ২টি গুলির খোসা উদ্ধার করে সিআইডি। এগুলো গুরুত্বপূর্ণ আলামত হিসেবে জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

তদন্ত কর্মকর্তারা জানান, উদ্ধার করা খোসা পরীক্ষা করে অস্ত্রের ধরন ও গুলির উৎস শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, হাদির মস্তিষ্কে গুলি লেগেছে এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অস্ত্রোপচার চলছে।

হাদির সঙ্গে থাকা মিসবাহ জানান, জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট এলাকার কাছে রিকশায় যাওয়ার সময় দুইজন মোটরসাইকেলে এসে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তাকে রিকশায় করেই হাসপাতালে আনা হয়।

গত ১৪ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে শরিফ ওসমান হাদি দাবি করেছিলেন, তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেয়া হচ্ছে এবং বিদেশি নম্বর থেকে বারবার কল ও মেসেজের মাধ্যমে নজরদারিতে রাখা হচ্ছে। ঘটনার পর হাসপাতালে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী মোতায়েন রয়েছে।