
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই কৃষকের তিন থেকে চারশোরও বেশি ফলন্ত সবজি গাছ কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামে এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। এতে টমেটো ও শসার বাগান করা দুই কৃষক—মিলাদ মিয়া ও রুকেল মিয়া—প্রায় তিন থেকে চার লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক রুকেল মিয়া অভিযোগ করে বলেন, “রাতের আঁধারে আমাদের কয়েক মাসের পরিশ্রম এভাবে নষ্ট করে দেবে, কখনও ভাবিনি। এখন আমরা পুরোপুরি পথে বসে গেলাম।”
স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবেই দুর্বৃত্তরা তাদের বাগানে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি করেছে। কৃষকরা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে থানায় অভিযোগ প্রস্তুতির কথা জানিয়েছেন ভুক্তভোগীরা।
বাংলার খবর ডেস্ক : 























