ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জের লাখাইয়ে টমটমে ভয়াবহ আগুন: দ্রুত ফায়ার সার্ভিসের হস্তক্ষেপে রক্ষা পেলেন স্থানীয়রা

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা বামৈ কাঠিহারা বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে মনির মোল্লার গ্যারেজে থাকা একটি টমটমে (ইলেকট্রিক রিকশা) বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন তীব্র আকার ধারণ করলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে গ্যারেজে রাখা টমটমটিতে হঠাৎ করেই শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়। প্রথমে স্থানীয়রা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের তৎপরতা ও স্থানীয়দের সহযোগিতায় আগুন দ্রুত নিভে যায়। তবে এর মধ্যেই টমটমটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

মুক্তিযোদ্ধা জিয়া কলেজের সাবেক আহ্বায়ক সাকিব হাসান ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে বলেন, “খবর দেওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই তাঁরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাঁদের পেশাদারিত্ব এবং মানবিক ভূমিকার জন্য এলাকাবাসী কৃতজ্ঞ।”

দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় আশপাশের দোকানপাট ও স্থাপনাগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে ঘটনাটিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ
error:

হবিগঞ্জের লাখাইয়ে টমটমে ভয়াবহ আগুন: দ্রুত ফায়ার সার্ভিসের হস্তক্ষেপে রক্ষা পেলেন স্থানীয়রা

আপডেট সময় ১১:২৩:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা বামৈ কাঠিহারা বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে মনির মোল্লার গ্যারেজে থাকা একটি টমটমে (ইলেকট্রিক রিকশা) বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন তীব্র আকার ধারণ করলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে গ্যারেজে রাখা টমটমটিতে হঠাৎ করেই শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়। প্রথমে স্থানীয়রা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের তৎপরতা ও স্থানীয়দের সহযোগিতায় আগুন দ্রুত নিভে যায়। তবে এর মধ্যেই টমটমটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

মুক্তিযোদ্ধা জিয়া কলেজের সাবেক আহ্বায়ক সাকিব হাসান ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে বলেন, “খবর দেওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই তাঁরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাঁদের পেশাদারিত্ব এবং মানবিক ভূমিকার জন্য এলাকাবাসী কৃতজ্ঞ।”

দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় আশপাশের দোকানপাট ও স্থাপনাগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে ঘটনাটিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।