ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তে অবৈধ পারাপার রোধে হবিগঞ্জ বিজিবির কঠোর অবস্থান

সীমান্ত দিয়ে অবৈধ পারাপার রোধে কঠোর অবস্থান নিয়েছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট স্থাপনসহ নিয়মিত ও বিশেষ টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

ঢাকায় সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় জড়িত সন্ত্রাসীরা যেন সীমান্ত বা সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে—সে লক্ষ্যে ৫৫ বিজিবি সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, ঘটনার পর থেকে ব্যাটালিয়নের অধীনস্থ ১৬টি বিওপি থেকে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য পলায়ন পথ ও অবৈধ পারাপারের স্থানগুলো চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয় সংখ্যক বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো সন্দেহজনক তথ্য পাওয়া গেলে তা নিকটস্থ বিজিবি বিওপিকে অবহিত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ
error:

সীমান্তে অবৈধ পারাপার রোধে হবিগঞ্জ বিজিবির কঠোর অবস্থান

আপডেট সময় ০৫:৫৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

সীমান্ত দিয়ে অবৈধ পারাপার রোধে কঠোর অবস্থান নিয়েছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট স্থাপনসহ নিয়মিত ও বিশেষ টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

ঢাকায় সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় জড়িত সন্ত্রাসীরা যেন সীমান্ত বা সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে—সে লক্ষ্যে ৫৫ বিজিবি সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, ঘটনার পর থেকে ব্যাটালিয়নের অধীনস্থ ১৬টি বিওপি থেকে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য পলায়ন পথ ও অবৈধ পারাপারের স্থানগুলো চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয় সংখ্যক বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো সন্দেহজনক তথ্য পাওয়া গেলে তা নিকটস্থ বিজিবি বিওপিকে অবহিত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।