ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইউএনও’র বিচক্ষণতায় সমাধান: ঘোলডুবা হাই স্কুলে ফিরলেন প্রধান শিক্ষক Logo মাধবপুরে শিক্ষক প্রশিক্ষণ ও প্রশ্ন প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত Logo অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই লকার জব্দ Logo বিমানের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান জেদ্দা বিমানবন্দরে আটক Logo প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ফখরুলসহ ৪ রাজনীতিবিদ Logo প্রার্থী ঘোষণার প্রস্তুতি বিএনপির, মনোনয়নে থাকছে চমক Logo লাখাইয়ে অগ্নিকাণ্ডের ৬ দিন পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা Logo মাধবপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার Logo নবীগঞ্জে বাসচাপায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া Logo সাতছড়ির রেঞ্জ কর্মকর্তা সাময়িক বরখাস্ত, বিভাগীয় তদন্তের নির্দেশ

প্রার্থী ঘোষণার প্রস্তুতি বিএনপির, মনোনয়নে থাকছে চমক

ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন। এ পরিস্থিতিতে রাজপথের আন্দোলনের পাশাপাশি ভোটের মাঠেও নজর দিচ্ছে বিএনপি। নির্বাচনকে সামনে রেখে দলটি ভিন্ন কৌশলে এগোচ্ছে। এবার প্রার্থী বাছাইয়ে রাখা হচ্ছে বিশেষ গুরুত্ব এবং থাকছে বড় ধরনের চমকও।

দলটির শীর্ষ নীতিনির্ধারকদের তথ্য অনুযায়ী, তফসিল ঘোষণার আগেই ৩০০ আসনের মধ্যে প্রায় ৭০ শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করে প্রাথমিক ঘোষণা দেওয়ার প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই শুরু হয়েছে।

সোমবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ বাড়াতে ডোর-টু-ডোর প্রচারণা ও জনসম্পৃক্ত নানা কর্মসূচি নেওয়া হবে। এর মাধ্যমে সারাদেশে নির্বাচনী উত্তাপ ছড়াতে চায় দলটি।

দলীয় সূত্র বলছে, তফসিলের পর প্রার্থী ঘোষণা করলে আসনভিত্তিক জটিলতা দেখা দিতে পারে। দীর্ঘ ১৫ বছর নির্বাচনের বাইরে থাকায় এবং আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়নের কারণে মাঠ পর্যায়ে তৎপরতা কম ছিল। এবার বহু প্রার্থী মনোনয়ন চাইবেন, যা দ্বন্দ্ব তৈরি করতে পারে। তাই এ ঝুঁকি এড়াতেই তফসিলের আগেই প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে বিএনপি।

স্থায়ী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, এবারের প্রার্থী মনোনয়নে বড় ধরনের চমক থাকতে পারে। কিছু আসনে এমন প্রার্থী আসবেন যাদের নিয়ে আগে কেউ ভাবেনি। আবার অনেক সিনিয়র নেতা মনোনয়ন নাও পেতে পারেন। মূলত জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই অগ্রাধিকার দিতে চায় দলের হাইকমান্ড।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ইউএনও’র বিচক্ষণতায় সমাধান: ঘোলডুবা হাই স্কুলে ফিরলেন প্রধান শিক্ষক

error:

প্রার্থী ঘোষণার প্রস্তুতি বিএনপির, মনোনয়নে থাকছে চমক

আপডেট সময় ০৭:৩৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন। এ পরিস্থিতিতে রাজপথের আন্দোলনের পাশাপাশি ভোটের মাঠেও নজর দিচ্ছে বিএনপি। নির্বাচনকে সামনে রেখে দলটি ভিন্ন কৌশলে এগোচ্ছে। এবার প্রার্থী বাছাইয়ে রাখা হচ্ছে বিশেষ গুরুত্ব এবং থাকছে বড় ধরনের চমকও।

দলটির শীর্ষ নীতিনির্ধারকদের তথ্য অনুযায়ী, তফসিল ঘোষণার আগেই ৩০০ আসনের মধ্যে প্রায় ৭০ শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করে প্রাথমিক ঘোষণা দেওয়ার প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই শুরু হয়েছে।

সোমবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ বাড়াতে ডোর-টু-ডোর প্রচারণা ও জনসম্পৃক্ত নানা কর্মসূচি নেওয়া হবে। এর মাধ্যমে সারাদেশে নির্বাচনী উত্তাপ ছড়াতে চায় দলটি।

দলীয় সূত্র বলছে, তফসিলের পর প্রার্থী ঘোষণা করলে আসনভিত্তিক জটিলতা দেখা দিতে পারে। দীর্ঘ ১৫ বছর নির্বাচনের বাইরে থাকায় এবং আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়নের কারণে মাঠ পর্যায়ে তৎপরতা কম ছিল। এবার বহু প্রার্থী মনোনয়ন চাইবেন, যা দ্বন্দ্ব তৈরি করতে পারে। তাই এ ঝুঁকি এড়াতেই তফসিলের আগেই প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে বিএনপি।

স্থায়ী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, এবারের প্রার্থী মনোনয়নে বড় ধরনের চমক থাকতে পারে। কিছু আসনে এমন প্রার্থী আসবেন যাদের নিয়ে আগে কেউ ভাবেনি। আবার অনেক সিনিয়র নেতা মনোনয়ন নাও পেতে পারেন। মূলত জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই অগ্রাধিকার দিতে চায় দলের হাইকমান্ড।