
বাংলার খবর ডেস্ক ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৪ আগস্ট) বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাইয়ের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) সারাদেশের সকল থানা ও উপজেলা পর্যায়ে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। পরদিন বুধবার (৬ আগস্ট) জেলা ও মহানগর পর্যায়েও একই কর্মসূচি পালন করা হবে।
বিশেষভাবে রাজধানী ঢাকায় বুধবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি শুরু হবে। এতে দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বিএনপি জানায়, এই কর্মসূচির মাধ্যমে ‘আওয়ামী ফ্যাসিবাদের’ পতনের স্মৃতি ও গণতন্ত্রের প্রতি জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানানো হবে।