
**বাংলার খবর ডেস্ক:**
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন আগামী ৫ অথবা ৮ আগস্টের যেকোনো একদিনে। রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের দিন (৫ আগস্ট) অথবা ড. ইউনূসের দায়িত্ব গ্রহণের দিন (৮ আগস্ট)–এর মধ্যে একটিকে তিনি বেছে নিতে পারেন।
প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই নির্বাচনের সময়সীমা নিয়ে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগস্টের প্রথম দিকেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। সরকারি সূত্র মতে, ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের দিনটিকে অতটা গুরুত্ব দিতে চান না, তবে ৫ আগস্ট বিকেল ৫টায় তিনি জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে নির্বাচন ঘোষণার সম্ভাবনা বেশি।
এদিকে, শনিবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ জনগণের সামনে উপস্থাপন করা হবে। নির্বাচনের সময় ঘোষণা দেওয়ার পর প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানাবেন।
প্রসঙ্গত, গত ২৬ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে ড. ইউনূস জানান, শিগগির নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। গত ৯ জুলাই তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেন এবং সম্ভাব্য তারিখ হিসেবে ফেব্রুয়ারি অথবা এপ্রিলে ভোটগ্রহণের কথা উল্লেখ করেন। এর আগে, ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠককালে তিনি জানান, ২০২৬ সালের রমজানের আগেই নির্বাচন হতে পারে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।