
বাংলার খবর প্রতিনিধি, নবীগঞ্জ, হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় নাশকতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজুকে (৪০)। শুক্রবার রাত ১০টার দিকে নবীগঞ্জ শহরের বাঁশ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে থানা পুলিশ।
গ্রেফতারকৃত সাজু নবীগঞ্জ উপজেলার চরগাঁও গ্রামের বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন চৌধুরীর পুত্র। তিনি ছাত্র রাজনীতির পাশাপাশি বিভিন্ন সময় ইউনিয়ন পরিষদেও নেতৃত্ব দিয়েছেন।
পুলিশ জানায়, গত বছরের আগস্টে হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলার নেতৃত্ব দেন সাজু। এছাড়াও নবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গোপনে নাশকতামূলক কার্যক্রম চালাচ্ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ কামরুজ্জামান জানান, অভিযুক্তের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে এবং শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ঘটনার পর থেকে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।