
বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ:
জাতীয় দৈনিক **বাংলাবাজার পত্রিকার মাধবপুর প্রতিনিধি** হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক শেখ ইমন আহমেদ। তার এই নিয়োগে স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সামাজিক অঙ্গনে অভিনন্দনের জোয়ার বইছে।
শেখ ইমন আহমেদ এর আগেও বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন। বর্তমানে তিনি স্থানীয় দৈনিক ‘হবিগঞ্জের জননী’-এর মাধবপুর প্রতিনিধি, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘আজকের সিলেট ডটকম’-এর মাধবপুর প্রতিনিধি এবং ‘বাংলার খবর ২৪’-এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।
একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক হিসেবে ইমনের পরিচিতি রয়েছে। লেখালেখির মাধ্যমে তিনি বরাবরই জনসচেতনতা ও সামাজিক ইস্যুগুলোর ওপর আলোকপাত করে আসছেন। পাশাপাশি তিনি সমাজসেবায়ও নিজেকে সম্পৃক্ত রেখেছেন। রক্তদান কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ ছাড়াও তিনি নানা স্বেচ্ছাসেবামূলক উদ্যোগে সম্পৃক্ত।
শেখ ইমন আহমেদ তার দায়িত্ব পালনে সব সময় পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করেছেন। নতুন এই দায়িত্ব পালনে তিনি সকল সাংবাদিক, শুভানুধ্যায়ী ও মাধবপুরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
তার এই নিয়োগকে মাধবপুরের গণমাধ্যম অঙ্গনে নতুন আশার সঞ্চার হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় সাংবাদিক মহল আশাবাদী, ইমন তার সততা, নিষ্ঠা ও সাহসিকতার মাধ্যমে সাংবাদিকতার উচ্চ মানদণ্ড স্থাপন করবেন।