ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই — হবিগঞ্জে সৈয়দ মো. ফয়সল Logo সাতছড়ি সড়কে গাছ ফেলে ট্রাক থামিয়ে ডাকাতি, পুলিশের উপস্থিতিতে পালাল দুর্বৃত্তরা Logo নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২৮ Logo এলপিএল দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারবে শ্রীলঙ্কা, সময়সূচি ঘোষণা Logo আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করলেন ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার Logo মধ্যরাতে ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দুই উপদেষ্টার স্ট্যাটাস Logo নাশকতার অভিযোগে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজু আটক Logo লাখাইয়ে বেহাল রাস্তা ও আবর্জনার দুর্গন্ধ: দুর্ভোগে বুল্লা সিংহ গ্রাম বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী Logo মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ আটক ৪ মাদক কারবারি Logo শাহজীবাজার গ্রীডে আগুন: বিদ্যুৎ বিচ্ছিন্ন সাত উপজেলায়

মধ্যরাতে ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দুই উপদেষ্টার স্ট্যাটাস

Oplus_16777216

বাংলার খবর ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মধ্যরাতে ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে গুরুত্বপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন।

লোগোর উপরে চাপ দিলেই চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,*

শুক্রবার (১ আগস্ট) রাতে উপদেষ্টা মাহফুজ আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখেন, “জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।”

অপরদিকে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও ফেসবুকে লেখেন, “জুলাই ঘোষণাপত্র আসছে…”

জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপের অংশ হিসেবে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ এর খসড়া ইতোমধ্যেই চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এ খসড়া পাঠানো হয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কাছে।

সরকারি একটি সূত্র জানায়, ৫ আগস্টের আগেই যেকোনো দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্রটি প্রকাশ করবেন। খসড়াটি সর্বোচ্চ গোপনীয়তায় তৈরি করা হয়েছে যাতে বিতর্ক এড়ানো যায়।

এই ঘোষণাপত্রে ২৬টি দফা অন্তর্ভুক্ত রয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে জুলাই মাসে অভ্যুত্থান ঘটে। যদিও প্রাথমিক খসড়ায় বলা হয়েছিল অভ্যুত্থান হয়েছে ছাত্র আন্দোলনের নেতৃত্বে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে ঘোষিত ‘জুলাই ঘোষণাপত্র’ প্রথম প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয় ২০২৪ সালের ২৯ ডিসেম্বর। পরে ৩১ ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি জানানো হলেও, সরকার তখন এতে সরাসরি যুক্ত ছিল না। পরবর্তীতে সরকার নিজেই এ উদ্যোগ নেয়। সংস্কার কমিশনের প্রস্তাব, রাজনৈতিক মতামত এবং ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে তৈরি হয় চূড়ান্ত খসড়া।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবার জানালেন—আগামী ৫ আগস্টের মধ্যেই ঘোষণাপত্রটি প্রকাশিত হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই — হবিগঞ্জে সৈয়দ মো. ফয়সল

error:

মধ্যরাতে ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দুই উপদেষ্টার স্ট্যাটাস

আপডেট সময় ০২:৩৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

বাংলার খবর ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মধ্যরাতে ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে গুরুত্বপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন।

লোগোর উপরে চাপ দিলেই চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,*

শুক্রবার (১ আগস্ট) রাতে উপদেষ্টা মাহফুজ আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখেন, “জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।”

অপরদিকে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও ফেসবুকে লেখেন, “জুলাই ঘোষণাপত্র আসছে…”

জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপের অংশ হিসেবে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ এর খসড়া ইতোমধ্যেই চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এ খসড়া পাঠানো হয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কাছে।

সরকারি একটি সূত্র জানায়, ৫ আগস্টের আগেই যেকোনো দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্রটি প্রকাশ করবেন। খসড়াটি সর্বোচ্চ গোপনীয়তায় তৈরি করা হয়েছে যাতে বিতর্ক এড়ানো যায়।

এই ঘোষণাপত্রে ২৬টি দফা অন্তর্ভুক্ত রয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে জুলাই মাসে অভ্যুত্থান ঘটে। যদিও প্রাথমিক খসড়ায় বলা হয়েছিল অভ্যুত্থান হয়েছে ছাত্র আন্দোলনের নেতৃত্বে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে ঘোষিত ‘জুলাই ঘোষণাপত্র’ প্রথম প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয় ২০২৪ সালের ২৯ ডিসেম্বর। পরে ৩১ ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি জানানো হলেও, সরকার তখন এতে সরাসরি যুক্ত ছিল না। পরবর্তীতে সরকার নিজেই এ উদ্যোগ নেয়। সংস্কার কমিশনের প্রস্তাব, রাজনৈতিক মতামত এবং ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে তৈরি হয় চূড়ান্ত খসড়া।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবার জানালেন—আগামী ৫ আগস্টের মধ্যেই ঘোষণাপত্রটি প্রকাশিত হবে।