
**বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ):**
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা আফজলপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা সিদ্ধেশ্বরী গভর্নমেন্ট কলেজের সাবেক অধ্যাপক আব্দুল হাসিম মিয়া (৮০) আর নেই। গত ৩০ জুলাই সকালে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ আসর রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
অধ্যাপক আব্দুল হাসিম মিয়া ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগে ভর্তি হন এবং ১৯৭৩ সালে অনার্স ও ১৯৭৪ সালে মাস্টার্স সম্পন্ন করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ৩ নম্বর সেক্টরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
শিক্ষকতা জীবন শুরু হয় ১৯৭৪ সালে আখাউড়া শহীদ স্মৃতি কলেজে যোগদানের মাধ্যমে। ১৯৭৮ সালে তিনি ঢাকার সিদ্ধেশ্বরী সরকারি কলেজে যোগ দেন এবং সেখান থেকে অবসর গ্রহণের পর ২০ বছর আগে নিজ গ্রামে ফিরে আসেন।
তার মৃত্যুতে সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহানসহ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।