
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, বিচারিক কাজে বাধা প্রদান এবং গণজমায়েত সৃষ্টি করে বিশৃঙ্খলা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকার স্বাক্ষরিত চিঠিতে অভিযোগ করা হয়, সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামে পেন্ডেল করে বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়, যা নির্বাচনি আচরণবিধির পরিপন্থি। পরে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ওই সমাবেশ ভেঙে দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়েল মিয়া নামে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রতি আক্রমণাত্মক আচরণ করেন এবং বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনসহ আঙুল উঁচিয়ে বারবার হুমকি দেন।
আরও অভিযোগ করা হয়, রুমিন ফারহানার সঙ্গে থাকা অনুসারীরাও মারমুখী আচরণ করেন, ফলে গণজমায়েত সৃষ্টি হয়ে বিচারিক কাজে বাধা প্রদান করা হয়। বিষয়টি নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওর লিংকের কথাও উল্লেখ করে সংশ্লিষ্ট অনুসন্ধান কমিটির কাছে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 


























