
অনলাইন ডেস্ক: নাগরিক ঐক্যের সভাপতি এবং ড্য Univ/ডাকসু সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, যদি পদ্মিত্তিক অনুপাতে (পিআর) নির্বাচন করা হয় তাহলে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তাঁর মতে, পিআর পদ্ধতি আওয়ামী লীগের ভোটব্যাংককে শক্ত করে তুলবে এবং কিছু ক্ষেত্রে বড় দলের জন্য সুবিধাজনক প্রভাব ফেলতে পারে।
মান্না জামায়াতের পিআর নিয়ে অবস্থানের সমালোচনা করে বলেন, অনেক দল দাবি তুলছে অথচ তাদের মূল ১৬৬ অনুচ্ছেদভুক্ত প্রস্তাবে পিআর ছিল না। তিনি বলেন, জনগণ এখনও প্রার্থী দেখে ভোট দিতে অভ্যস্ত; পিআর বুঝিয়ে জনগণের কাছে না গেলে তাদের কাছে এটি কাজ করবে না।
তিনি আরও বলেন, পিআর বাস্তবায়ন হলে বড় একটি দলের ৩০–৩৫ শতাংশ ভোট থাকলেও প্রতিটি অঞ্চলে বিভক্ত ফলাফল সৃষ্টি হতে পারে; এতে অন্য স্বাধীন অংশগুলোর সমষ্টিগত ফল ৪০ শতাংশ পৌঁছালে সরকার গঠন জটিল হবে। মান্না আশঙ্কা করেন, পিআর চালু হলে অনেক জায়গায় আওয়ামী লীগের ফেরার রাস্তা খুলে যেতে পারে।
পিআর নিয়ে জটিলতা ও দুই কক্ষের প্রস্তাব নিয়েও মান্না গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, পিআর এবং সংসদের উচ্চ-নিম্ন কক্ষ সম্পর্কিত ব্যাপারগুলো জটিল ও সময়সাপেক্ষ—এগুলো আলোচনার মধ্য দিয়েই গ্রহণযোগ্য করে তুলতে হবে।