ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরের নুরজাহান বিভাগে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক Logo গ্রামবাসীর উদ্যোগে লাখাইয়ে ঐতিহাসিক কৃষ্ণপুর গণহত্যা দিবস উদযাপন Logo গ্রামীণফোনের রিচার্জ সেবা বন্ধ থাকবে ১৩ ঘণ্টা Logo জামায়াতের যে ভুলে পিআর করলে আওয়ামী লীগ ফিরে আসবে: মান্না Logo সরকারি কর্মচারীদের পেনশন সুবিধা বাড়ছে Logo হাসিনার পতনের আগেই ড. ইউনূসকে সরকারপ্রধান করার প্রস্তাব দেওয়া হয়েছিল: নাহিদ ইসলাম Logo ইউএনও’র বিচক্ষণতায় সমাধান: ঘোলডুবা হাই স্কুলে ফিরলেন প্রধান শিক্ষক Logo মাধবপুরে শিক্ষক প্রশিক্ষণ ও প্রশ্ন প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত Logo অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই লকার জব্দ Logo বিমানের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান জেদ্দা বিমানবন্দরে আটক

জামায়াতের যে ভুলে পিআর করলে আওয়ামী লীগ ফিরে আসবে: মান্না

অনলাইন ডেস্ক: নাগরিক ঐক্যের সভাপতি এবং ড্য Univ/ডাকসু সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, যদি পদ্মিত্তিক অনুপাতে (পিআর) নির্বাচন করা হয় তাহলে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তাঁর মতে, পিআর পদ্ধতি আওয়ামী লীগের ভোটব্যাংককে শক্ত করে তুলবে এবং কিছু ক্ষেত্রে বড় দলের জন্য সুবিধাজনক প্রভাব ফেলতে পারে।

মান্না জামায়াতের পিআর নিয়ে অবস্থানের সমালোচনা করে বলেন, অনেক দল দাবি তুলছে অথচ তাদের মূল ১৬৬ অনুচ্ছেদভুক্ত প্রস্তাবে পিআর ছিল না। তিনি বলেন, জনগণ এখনও প্রার্থী দেখে ভোট দিতে অভ্যস্ত; পিআর বুঝিয়ে জনগণের কাছে না গেলে তাদের কাছে এটি কাজ করবে না।

তিনি আরও বলেন, পিআর বাস্তবায়ন হলে বড় একটি দলের ৩০–৩৫ শতাংশ ভোট থাকলেও প্রতিটি অঞ্চলে বিভক্ত ফলাফল সৃষ্টি হতে পারে; এতে অন্য স্বাধীন অংশগুলোর সমষ্টিগত ফল ৪০ শতাংশ পৌঁছালে সরকার গঠন জটিল হবে। মান্না আশঙ্কা করেন, পিআর চালু হলে অনেক জায়গায় আওয়ামী লীগের ফেরার রাস্তা খুলে যেতে পারে।

পিআর নিয়ে জটিলতা ও দুই কক্ষের প্রস্তাব নিয়েও মান্না গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, পিআর এবং সংসদের উচ্চ-নিম্ন কক্ষ সম্পর্কিত ব্যাপারগুলো জটিল ও সময়সাপেক্ষ—এগুলো আলোচনার মধ্য দিয়েই গ্রহণযোগ্য করে তুলতে হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরের নুরজাহান বিভাগে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক

error:

জামায়াতের যে ভুলে পিআর করলে আওয়ামী লীগ ফিরে আসবে: মান্না

আপডেট সময় ০৩:৫৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

অনলাইন ডেস্ক: নাগরিক ঐক্যের সভাপতি এবং ড্য Univ/ডাকসু সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, যদি পদ্মিত্তিক অনুপাতে (পিআর) নির্বাচন করা হয় তাহলে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তাঁর মতে, পিআর পদ্ধতি আওয়ামী লীগের ভোটব্যাংককে শক্ত করে তুলবে এবং কিছু ক্ষেত্রে বড় দলের জন্য সুবিধাজনক প্রভাব ফেলতে পারে।

মান্না জামায়াতের পিআর নিয়ে অবস্থানের সমালোচনা করে বলেন, অনেক দল দাবি তুলছে অথচ তাদের মূল ১৬৬ অনুচ্ছেদভুক্ত প্রস্তাবে পিআর ছিল না। তিনি বলেন, জনগণ এখনও প্রার্থী দেখে ভোট দিতে অভ্যস্ত; পিআর বুঝিয়ে জনগণের কাছে না গেলে তাদের কাছে এটি কাজ করবে না।

তিনি আরও বলেন, পিআর বাস্তবায়ন হলে বড় একটি দলের ৩০–৩৫ শতাংশ ভোট থাকলেও প্রতিটি অঞ্চলে বিভক্ত ফলাফল সৃষ্টি হতে পারে; এতে অন্য স্বাধীন অংশগুলোর সমষ্টিগত ফল ৪০ শতাংশ পৌঁছালে সরকার গঠন জটিল হবে। মান্না আশঙ্কা করেন, পিআর চালু হলে অনেক জায়গায় আওয়ামী লীগের ফেরার রাস্তা খুলে যেতে পারে।

পিআর নিয়ে জটিলতা ও দুই কক্ষের প্রস্তাব নিয়েও মান্না গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, পিআর এবং সংসদের উচ্চ-নিম্ন কক্ষ সম্পর্কিত ব্যাপারগুলো জটিল ও সময়সাপেক্ষ—এগুলো আলোচনার মধ্য দিয়েই গ্রহণযোগ্য করে তুলতে হবে।