
বাংলার খবর ডেস্ক দেশের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে আজ বুধবার (২৩ জুলাই) বিকেলে আরও ১০টি রাজনৈতিক দলের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এই বৈঠকটি অনুষ্ঠিত হবে তাঁর সরকারি বাসভবন যমুনায়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
গতকাল রাতেই বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, উদ্ভূত রাজনৈতিক প্রেক্ষাপটে দলগুলো সরকারকে কঠোর অবস্থান নেওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি মতবিরোধ থাকা সত্ত্বেও ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বর্তমান পরিস্থিতিতে আজকের বৈঠকটি বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে রাজনৈতিক মহলে।