
স্টাফ রিপোর্টার:
ঐতিহ্যবাহী হরিপুর দরবার শরীফে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। শনিবার (৬ অক্টোবর) সকালে দরবার শরীফ প্রাঙ্গণ থেকে জশনে জুলুশ (র্যালি) বের হয়, যা হরিণবেড়সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে দরবারে ফিরে এসে মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে শেষ হয়।
এই জশনে জুলুশের নেতৃত্ব দেন দরবার শরীফের মুর্শিদ ক্বেবলা, পীরে কামেল হযরত মাওলানা মাহবুবুর রহমান মারাজ (মাঃজি.আঃ)। র্যালিতে বিপুল সংখ্যক মুরিদ, আশেক ও ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মাহবুবুর রহমান মারাজ। এছাড়া উপস্থিত ছিলেন মুহাদ্দিস মুফতি শাফি মাহমুদ সাহেব (খলিফা, হরিপুর দরবার শরীফ), মাওলানা মুহাদ্দিস ও মুফাসসির ফরহাদ হোসাইন, এবং হরিপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মুখলেছুর রহমান।
বক্তারা বলেন, ১২ রবিউল আউয়াল মানবজাতির জন্য এক মহা গুরুত্বপূর্ণ দিন, যেদিন আল্লাহর প্রিয় রাসুল হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে আবির্ভূত হন। তাঁর জীবন ও আদর্শ বিশ্ববাসীর জন্য অনুকরণীয়, যিনি শান্তি, সৌহার্দ্য ও মানবতার পতাকা উড্ডীন করেছেন।
মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন পীর মাওলানা মাহবুবুর রহমান মারাজ (মাঃজি.আঃ)।