
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে র্যাব-৯ এর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে নোয়াপাড়াস্থ সফকো স্পিনিং মিলের সামনে এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে একটি কালো ব্যাগ থেকে **১৫৩ বোতল ইসকফ সিরাপ** এবং একটি পলিথিন ব্যাগ থেকে **১০ কেজি গাঁজা** উদ্ধার করে।
এসময় মাদক ব্যবসায়ী **মো. আলমগীর মিয়া (২৭)**, পিতা-মৃত হিরন মিয়া, সাং-চাপরতলা, থানা-নাসিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া—কে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন থানার তদন্ত পরিদর্শক কবির হোসেন।