ঢাকা ১০:২০ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান

বাংলার খবর ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অদূর ভবিষ্যতে দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, কয়েক সপ্তাহের মধ্যেই তারেক রহমান দেশে ফিরে এসে সরাসরি দলকে নেতৃত্ব দেবেন।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। ডা. জাহিদ হোসেন বলেন, জাতীয় নির্বাচনের অনেক আগেই তারেক রহমান দেশে ফিরবেন এবং ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি দাবি করেন, “যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের সে ষড়যন্ত্র সফল হবে না।”

তিনি আরও বলেন, “পতিত স্বৈরাচার পেছনের দরজা দিয়ে এসে জনগণের অধিকার হরণ করতে চাইছে। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত।”

পিআর পদ্ধতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, এটি একটি বেআইনি আবদার। সংবিধানকে ইচ্ছামতো ডাস্টবিনে ফেলে দেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি। ডা. জাহিদ হোসেনের দাবি, দেশের জন-আকাঙ্ক্ষা অনুযায়ী রাজনৈতিক প্রক্রিয়া চলবে, আবেগী সিদ্ধান্তে নয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ
error:

কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান

আপডেট সময় ০৬:৫১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

বাংলার খবর ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অদূর ভবিষ্যতে দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, কয়েক সপ্তাহের মধ্যেই তারেক রহমান দেশে ফিরে এসে সরাসরি দলকে নেতৃত্ব দেবেন।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। ডা. জাহিদ হোসেন বলেন, জাতীয় নির্বাচনের অনেক আগেই তারেক রহমান দেশে ফিরবেন এবং ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি দাবি করেন, “যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের সে ষড়যন্ত্র সফল হবে না।”

তিনি আরও বলেন, “পতিত স্বৈরাচার পেছনের দরজা দিয়ে এসে জনগণের অধিকার হরণ করতে চাইছে। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত।”

পিআর পদ্ধতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, এটি একটি বেআইনি আবদার। সংবিধানকে ইচ্ছামতো ডাস্টবিনে ফেলে দেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি। ডা. জাহিদ হোসেনের দাবি, দেশের জন-আকাঙ্ক্ষা অনুযায়ী রাজনৈতিক প্রক্রিয়া চলবে, আবেগী সিদ্ধান্তে নয়।