
লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামে পুকুরের পানিতে ডুবে মাহাদি ওরফে হাসান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হাসান ওই গ্রামের মোতালিব মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি সকালবেলা বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের অগোচরে সে পাশের একটি পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।